HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলারোয়া প্রেসক্লাবে আলোচনা

নিজস্ব প্রতিবেদক / ১৮১
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা এবং পরবর্তীতে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে বাংলা আজো সঠিকভাবে মূল্যায়িত হয় না। সর্বস্তরে মাতৃভাষা বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই ৫২’র ২১ ফেব্রুয়ারিসহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কলারোয়া প্রেসক্লাবের আলোচনা সভা ‘মাথা নত নয়’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। প্রেসক্লাবের সহ.সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম রহমান, আনোয়ার হোসেন,  কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানা, কোষাধ্যক্ষ আবু রায়হান মিকাঈল দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, সদস্য সরদার জিল্লুর রহমান ও অহিদুজ্জামান খোকা,পৌরসভা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সরদার ইমরান, অহেদ আলী, আব্দুর রহমান সাগর প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।


এই শ্রেণীর আরো সংবাদ