HEADLINE
রপ্তানি বন্ধের ঘোষণায় একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুন সাতক্ষীরায় ফের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন

অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে পাথরঘাটায় মৎস্যঘেরে এক শ্রমিকের মৃত্যু

মোমিনুর রহমান সবুজ / ২৭৪
প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

মোমিনুর রহমান সবুজ: মৎস্য ঘেরে জোড়াতালি দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টানা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ২৫ অক্টোবর সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর পাথরঘাটা বিলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রেজাউল সরদার (৫৭)। সে সদরের রামেরডাঙ্গা গ্রামের ইছাক সরদারের ছেলে। তবে স্থানীয়দের অভিযোগ কিছু অসাধু বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে এসব ঘেরমালিকরা যোগসাজশ করে মাসের পর মাস এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ চালিয়ে যাচ্ছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রেজাউল সরদার বুধবার সকালে সুভাষ পোদ্দারের মৎস্য ঘেরে পানিতে নেমে ভাঙ্গাচুরা টিনের চাল মেরামতের কাজ করছিল। এমনত অবস্থায় সেই চালে থাকা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টানা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে ছটফট করে মারা যায় রেজাউল। তবে ঘটনাস্থলে তখন ঘের মালিক সুভাষ পোদ্দার ছিলেন। সে বিদ্যুৎয়ের মেইনসুইজ বন্ধ না করে চিৎকার করে আশেপাশের মানুষ ডাকতে থাকে। ততোক্ষণে রেজাউল সরদার মারা যায়। ঘটনার পর থেকে ঘের মালিক সুভাষ পোদ্দার আত্নগোপনে রয়েছে। তবে কেনো মেনসুইজ বন্ধ না করে রেজাউল সরদারকে কাজে নামানো হলোনা? কেনো ঘের মালিক তাকে ফেলে আত্নগোপনে চলে গেল? তাছাড়া বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা কোন হিসাবে এই জরাজীর্ণ ওয়েরিংয়ে বিদ্যুৎ সংযোগ দিল? এমনই প্রশ্ন জনমনে। তবে দ্রুত সময়ের মধ্যে ঘের মালিক সুভাষ পোদ্দারকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তিরদাবি জানিয়েছেন পরিবার। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।


এই শ্রেণীর আরো সংবাদ