HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন

অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ

শ্যামনগর প্রতিনিধি / ৪৩১
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর ভেড়ারহাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ্য ভাবে নির্মিত হচ্ছে আলিশ্বাল মার্কেট করে গড়ে তোলা নির্মাধীন  মার্কেটটি কালিগঞ্জ পাউবো আওতাধীন, কিছু দিন যাবৎ আলিশ্বাল মার্কেটটির কাজ বন্দ ছিলো  লোক দেখানো হঠাৎ করে পানি উন্নয়ন বোর্ডকে ম্যানেজ করে আবারো মার্কেটটির কাজ শুরু হয়েছে।পাউবোর কোন তৎপরতা না থাকার কারনে অবৈধ্য ভাবে প্রকাশ্যে গড়ে উঠছে একাধিক ভবন। সরজমিনে যেয়ে দেখা যায় কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর ভেড়ার হাট নামক স্থানে শিবচন্দ্রপুর গ্রামের আজগার গাজীর পত্র নোহর গাজী, নৌকাটি গ্রামের মোঃআজিজ গাজীর পত্র মাজেদ গাজী।  একই গ্রামের কায়েম ও পাঁকা স্থাপনার কাজ শুরু করেছে। ভুক্তভোগীদের কাছে  জানতে চাইলে বলেন আমরা কাগজ করেছি।   নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন ২৪/১০/২১— রবিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের এক ওয়ার্কেস্টান আইছিলো আসার পরেও ঘরের কাজ চলোমান ছিল তাহলে বোঋেন আপনারা বিগত দিনে অনেকগুলো পাকা স্থাপনা ছাদবিশিষ্ট তৈরি করেছে  কালিগঞ্জ পাউবো’র সহযোগিতায়। কালিগঞ্জ  পাউবো’র এসও তন্ময় হালদার এর সাথে বার বার অভিযোগ করলেও তিনি থানায় অভিযোগ করেছি বলে দায় সারেন।  এবিষয়ে সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের এর মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এবিষয়ে পাউবোর  সহকারী প্রকৌশলী দীপঙ্কর কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন  আমি জানিনা তবে আপনি  বলেছেন আমি কাজ বন্দ করে দেবার ব্যবস্থা করছি।
এবিষয়ে কালিগজ্ঞ পানি উন্নয়ন বোর্ডের এসও তন্ময় হাওলাদার সাথে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। 


এই শ্রেণীর আরো সংবাদ